Bukey Bangladesh

মাতৃভাষা মানেই তো মায়ের মুখের ভাষা, আর তাই তো পৃথিবীর সকল মাতৃভাষাই সেই ভাষাভাষী মানুষের নিকট এতটা প্রিয়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানাই পৃথিবীর সকল মাতৃভাষার প্রতি, মুক্তি পাক ভাষা। নাম জানা, কিংবা অজানা যেসকল ভাষা সৈনিকের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছিলাম আমাদের মাতৃভাষা, সেই সকল ভাষা সৈনিকদের জানাই শ্রদ্ধাস্পদ ধন্যবাদ। আমাদের হৃদয়ে তাঁদের এই অবদান থাকুক চির অম্লান।

Scroll to Top